• #
  • #
  • #

আঞ্চলিক গ্রামরক্ষী বাহিনী

সুখচর ঘোষপাড়া, থানা - খড়দহ, উঃ ২৪ পরগণা

কলকাতা - ৭০০১১৫

আঞ্চলিক গ্রামরক্ষী বাহিনী

১৯৮০ সালের এক শুভলগ্নে প্রতিষ্ঠিত হয়েছিল আঞ্চলিক গ্রামরক্ষী বাহিনী। সেই থেকে পথচলা আজও অব্যাহত। সামাজিক নিরাপত্তার স্বার্থে এতদঅঞ্চলের সমস্ত মানুষ নিঃস্বার্থভাবে আন্তরিকতার সঙ্গে নৈশপ্রহরায় যুক্ত হয়েছিলেন। আজও তাঁদের প্রদর্শিত পথে গ্রামরক্ষী বাহিনী তার দায়িত্ব পালন করে চলছে। তাঁদের আশীর্বাদ ও সহযোগিতাকে পাথেয় করে আগামী দিনেও এই বাহিনী তার দায়িত্ব পালন করে যাবে। সূচনালগ্নে গ্রামরক্ষী বাহিনীর ঠিকানা ছিল প্রয়াত অনিল ঘোষ মহাশয়ের বাড়ি। পরবর্তীকালে উক্ত বাহিনীর স্থায়ী ঠিকানা হয় ঘোষপাড়া মোড়ের প্রাচীন গৃহ – যেখানে বর্তমান গৃহটি নতুন করে নির্মিত হয়েছে। বাহিনীর প্রতিষ্ঠার দিন থেকে আজ পর্যন্ত যাঁরা সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং করছেন তাঁদের নাম শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করছি। সভাপতির পদ অলংকৃত করেছেন – স্বর্গীয় মুরারী মোহন দে, স্বর্গীয় রতন মুখার্জী, স্বর্গীয় অহীন্দ্র চ্যাটার্জী, স্বর্গীয় অনিল কুমার ঘোষ, শ্রী রঞ্জিত ভান্ডারী, শ্রী ইন্দ্রজিৎ ঘোষ, শ্রী অরুন কুমার ঘোষ ও শ্রী সত্যজিত চ্যাটার্জী।

সম্পাদকের গুরুদায়িত্ব পালন করেছিলেন – সর্বশ্রী লক্ষীনারায়ন ঘোষ, প্রকাশ চন্দ্র নাগ, অরুন কুমার ঘোষ, অমরনাথ ঘোষ, পুলক ঘোষ, সুখেন ধাড়া, অমল ঘোষ, সৌমেন ঘোষ, অশোক ঘোষ, বিক্রম জিৎ সিংহ, কেশব চন্দ্র নাগ, পার্থ ঘোষ, সঞ্জীব ঘোষ, পুষ্পেন দাস, গৌতম চক্রবর্ত্তী, পার্থ নাগ, সমরেশ দাস, সত্যজিৎ চ্যাটার্জী ও প্রয়াত সঞ্জিত দে।
কোষাধ্যক্ষের কঠিন দায়িত্ব পালন করেছেন –সর্বশ্রী খগেন্দ্র নাথ সাঁতরা, শান্তনু সাঁতরা, তাপস ঘোষ, সুমন দে, বাবুলাল পাত্র, অমিত দে ও অশোক ঘোষ। এছাড়াও কোন নাম ভুলবশত উল্লেখ না হয়ে থাকে – তার জন্য মার্জনা চাইছি।
আপনারা জানেন গ্রামরক্ষী বাহিনীর ঘরটি ভেঙ্গে যাওয়ার পরে অত্যন্ত প্রতিকূল অবস্থার মধ্যেও শীত, গ্রীষ্ম ও বর্ষায় আমাদের নিবেদিত প্রান সদস্যরা তাঁদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেছেন। রাতের অন্ধকারে আশ্রয়হীন হয়ে বাহিনীর সদস্যরা যে দুরবস্থার সন্মুখীন হয়েছিলেন সে সম্পর্কে আমরা আমাদের পৌরমাতা শ্রীমতি জুলি সরকারের দৃষ্টি আকর্ষন করি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন এবং তাঁকে সাথে নিয়ে আমরা মাননীয় বিধায়ক শ্রী নির্মল ঘোষ এবং শ্রদ্ধেয় পৌরপ্রধান শ্রী স্বপন ঘোষ মহাশয়ের শরনাপন্ন হই। তাঁরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের সমস্যা সমাধানের জন্য এগিয়ে এসেছেন। তারই ফলশ্রুতি আজকের এই নবনির্মিত ভবন। এই ভবনের রং করা, এর বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা এবং আসবাব পত্র সবই মাননীয় পৌরপ্রধান মহাশয়ের অনুদানে সম্ভব হয়েছে। এঁদের সকলের প্রতি এই অঞ্চলের সমস্ত মানুষের পক্ষ থেকে আমরা গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশাকরি আগামী দিনেও আমরা তাঁদের আশীর্বাদ থেকে বঞ্চিত হব না। তাঁদের পরামর্শ আমরা সব সময় কামনা করি।

এই প্রসঙ্গে আরও একটি উল্লেখযোগ্য বিষয় আপনাদের অবগত করছি। খড়দহ থানার আধিকারিক বৃন্দ সব সময় আমাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে রেখেছেন। প্রতিনিয়ত তাঁরা আমাদের কাজকর্মের প্রতি দৃষ্টি রাখেন এবং নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য সাহস যুগিয়ে যাচ্ছেন। তাঁরা সব সময় আমাদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ রাখেন। আমরা তাঁদের কাছ থেকে পাহারা দেবার জন্য টর্চ, লাঠি ইত্যাদি সরঞ্জাম পেয়েছি। তাঁদের আন্তরিকতায় আমরা মুগ্ধ এবং তাঁদেরকে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।
এই বাহিনীর কাজকর্ম শুধুমাত্র রাত পাহারার মধ্যেই সীমাবদ্ধ নয়। বাহিনীর সদস্যরা প্রতিবছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাজের সমস্ত মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন। অনুষ্ঠানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল নেতাজী জন্ম জয়ন্তী, প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, রাখীবন্ধন উৎসব, বিজয়া সন্মিলনী, বাৎসরিক উৎসব এবং বনভোজন উৎসব। গ্রামরক্ষী বাহিনী এই অঞ্চলের অমূল্য সম্পদ। বাহিনীকে সজীব এবং সক্রিয় রাখার স্বার্থে এলাকার সমস্ত মানুষকে রক্ষী বাহিনীর কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য সাদর আহ্বান করছি। আপনাদের আন্তরিক সহযোগিতায় আগামী দিনে এই বাহিনী আরও সমৃদ্ধ হয়ে উঠবে। আপনারা সবাই এগিয়ে আসুন যাতে বাহিনীর কর্মীরা উৎসাহিত বোধ করেন।

#

আঞ্চলিক গ্রামরক্ষী বাহিনী

সুখচর ঘোষপাড়া, উঃ ২৪ পরগণা

কলকাতা - ৭০০১১৫

Designed by © DRS Tech